
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্প্রতি আবারো খবরের শিরোনামে। গত মাসের ১৮ মে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণের সময় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
পরে, ২০ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
কারামুক্তির এক মাস পর, নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “১ মাস পর….”। পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে তাকে একদম স্বাভাবিক ও খোশমেজাজে। খোলা চুল, চাহনি আর মিষ্টি হাসি—সব মিলিয়ে ছবিগুলো মুগ্ধ করেছে নেটিজেনদের।
একজন নেটিজেন মন্তব্য করেছেন, “তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না।” আরেকজন লিখেছেন, “খুবই চমৎকার লাগছে, আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইল।”
প্রসঙ্গত, আরজে হিসেবে মিডিয়াতে পথচলা শুরু করা নুসরাত ফারিয়া এখন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা। পাশাপাশি উপস্থাপনায়ও তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।