
মধ্যপ্রাচ্যের ভ্রমণপ্রেমীদের জন্য এসেছে দারুণ এক সুখবর। খুব শিগগিরই একটি মাত্র ভিসায় সংযুক্ত আরব আমিরাতসহ ছয়টি দেশ ঘুরে দেখার সুযোগ চালু হতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নিয়মিত ভ্রমণকারীদের জন্য আসছে এক নতুন ভ্রমণ সুবিধা। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’ নামে এই নতুন ভিসা চালু হলে জিসিসিভুক্ত ছয়টি দেশে— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমান— এক ভিসাতেই ভ্রমণ করা যাবে।
২০২৩ সালেই এই উদ্যোগটি অনুমোদিত হয় এবং বর্তমানে এটি চূড়ান্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে। যদিও এখনো নির্দিষ্ট উদ্বোধনের তারিখ জানানো হয়নি, তবে ২০২৫ সালের মধ্যেই ভিসাটি চালু হবে বলে আশা করা হচ্ছে।
গালফ নিউজ জানায়, এই ভিসা চালু হলে জিসিসি অঞ্চলের বাইরে থাকা দেশগুলোর নাগরিকরাও সহজেই এই ছয় দেশ ভ্রমণ করতে পারবেন— একাধিক ভিসার ঝামেলা ছাড়াই।
ভিসাটির মেয়াদ এখনো নির্ধারিত না হলেও ধারণা করা হচ্ছে, এটি ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত বৈধ হতে পারে।