
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ চারটি আবাসিক হলের নাম পুনঃনির্ধারণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন “জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট”।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি।
স্মারকলিপিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত ইতিহাসবিরোধী। এতে বলা হয়, “১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই গণআন্দোলন একই মুক্তির চেতনায় উদ্ভাসিত। এই দুটি ঘটনাকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করা রাজনৈতিক অসততা এবং একটি স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ। বঙ্গবন্ধুর নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে—তাঁর অবদানকে অস্বীকার করে কোনো প্রগতিশীল অবস্থান নেওয়া যায় না। তাই হলটির পূর্বনাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ পুনর্বহাল করা হোক।”
স্মারকলিপিতে আরও তিনটি হলের নাম পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। শেখ রাসেল হল–এর পরিবর্তে লালন শাহ হল অথবা কাঙাল হরিনাথ মজুমদার হল, শেখ হাসিনা হল–এর পরিবর্তে কাঁকন বিবি হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল–এর পরিবর্তে চন্দ্রাবতী হল
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের দাবি, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর নামকরণ যেন এ দেশের বহুমাত্রিক সংস্কৃতি, ইতিহাস, সাহিত্যের ঐতিহ্য ও নারী সাহসিকতার প্রতিনিধিত্ব করে। স্মারকলিপিতে বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ প্রতিষ্ঠান। এর নামকরণে শুধু রাজনৈতিক ব্যাক্তিত্ব নয়, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয় ঘটানো প্রয়োজন।”