Top Newsজাতীয়

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৫৫৮ জন

মোহনা অনলাইন

৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার লিখিত অংশের ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বুধবার (১৮ জুন) পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও অফিসিয়াল নোটিশ বোর্ডে ফলাফল প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধুমাত্র কারিগরি/পেশাগত ক্যাডারে প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

এছাড়া, উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী নয়, বরং বাছাই তালিকা হিসেবে প্রকাশ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button