
রাজধানীর পল্টনে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন লালবাগ গোয়েন্দা (ডিবি) পুলিশের দুই সদস্য। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পল্টন থানার আওতাধীন পুলিশ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই সদস্য হলেন—লালবাগ ডিবির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আতিক হাসান এবং কনস্টেবল সুজন। আহত অবস্থায় রাত আড়াইটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এএসআই আতিককে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) এবং কনস্টেবল সুজনকে ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ ডিবির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) এনায়েত কবির শোয়েবের নেতৃত্বে একটি দল মাদককারবারিদের গাড়ি থামানোর চেষ্টা করে। এ সময় মাদককারবারিরা গুলি ছোড়ে, এতে এএসআই আতিকের পেটের বাম পাশে এবং কনস্টেবল সুজনের বাম হাঁটুতে গুলি লাগে।
দ্রুত আহতদের উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম জানান, এএসআই আতিকের অবস্থা আশঙ্কাজনক এবং বৃহস্পতিবার সকালে তার অস্ত্রোপচারের পরিকল্পনা রয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্তদের ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়েছে।
লালবাগ ডিবির এসি এনায়েত কবির শোয়েব বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে হঠাৎ করে মাদককারবারিরা গুলি চালায়। এতে আমাদের দুই সদস্য আহত হন। তাদের চিকিৎসা চলছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।”