ধর্ষণ মামলায় আটক সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল ও মামলার বাদী ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীর মধ্যে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে বিয়ে সম্পাদনের নির্দেশ দিয়েছেন আদালত। উভয়ের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন করে আদালতকে অবহিত করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী একটি আবেদন করেন। এতে উল্লেখ করা হয়, ২০ মে থেকে নোবেল কারাগারে রয়েছেন এবং বাদীর সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হয়েছিল। বর্তমানে তারা পারস্পরিক সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এর আগে, ১৯ মে দিবাগত রাতে রাজধানীর ডেমরা এলাকার একটি বাসা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, তিনি ইডেন কলেজের সাবেক এক শিক্ষার্থীকে বাসায় আটকে রেখে ধর্ষণ করেন।
পরদিন, ২০ মে নোবেলকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন করলে এবং নোবেলের আইনজীবী জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।



