Top Newsআন্তর্জাতিক

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’

মোহনা অনলাইন

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিক’। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি ১৯ জুন, বৃহস্পতিবারের মধ্যেই উপকূলে আঘাত হানতে পারে।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টারের (NHC) তথ্যমতে, এরিক ইতোমধ্যে ক্যাটাগরি-২ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং উপকূলে আঘাত হানার আগে এটি ক্যাটাগরি-৩ মাত্রায় পৌঁছাতে পারে। বর্তমানে এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার ছাড়িয়েছে।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ঝড়টি মেক্সিকোর দক্ষিণ উপকূলীয় রাজ্য ওয়াঝাকা ও গুয়েরেরোতে প্রবল ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যার সৃষ্টি করতে পারে। এসব অঞ্চলে ৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

প্রস্তুতি হিসেবে উপকূলীয় এলাকাগুলোয় ২ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান লরা ভেলাজকুয়েজ। ঝুঁকিপূর্ণ অঞ্চল—চিয়াপাস, গুয়েরেরো ও ওয়াঝাকা রাজ্য থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।

প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘরে অবস্থান এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

২০২৩ সালের অক্টোবরে ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড় ‘ওটিস’ আকাপুলকোতে আঘাত হেনে ব্যাপক ক্ষয়ক্ষতি ও অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঝড়টির গতিপথ ও শক্তি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আবহাওয়া বিভাগ। জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button