ইরান-ইসরায়েল সংঘাতের পঞ্চম দিনে ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
গত মঙ্গলবার (১৮ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
“(ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে) কী করা উচিত বা কী করা যেতে পারে সে সম্পর্কে আমার কিছু ধারণা রয়েছে। তবে এখনো আমি কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করিনি। কারণ, আপনি জানেন— পরিস্থিতি যেকোনো সময় বদলে যেতে পারে, বিশেষ করে যুদ্ধাবস্থায়। যুদ্ধের গতি-প্রকৃতি অনেক সময়েই কৌশল নির্ধারণে বড় প্রভাব ফেলে।”
সূত্র জানায়, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের পঞ্চম দিনে (১৮ জুন) ইরানে সামরিক অভিযানের সম্ভাব্য অনুমোদন দিয়েছেন ট্রাম্প। তবে এখনো চূড়ান্ত হামলার নির্দেশ দেননি।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাতে জানা যায়, ট্রাম্প এখনো ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে তাদের অবস্থান স্পষ্ট হওয়ার অপেক্ষায় আছেন। তিনি দেখতে চাইছেন, ইরান শেষ পর্যন্ত কোনো সমঝোতায় যেতে আগ্রহী কি না।
ওই কর্মকর্তা আরও জানান, চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প তার সামরিক উপদেষ্টাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে ইরানে সম্ভাব্য সামরিক হামলা সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা তার সামনে উপস্থাপন করা হয়। তবে ট্রাম্প এখনো কোনো পরিকল্পনায় চূড়ান্ত সম্মতি দেননি।



