ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এই লক্ষ্যে পাকিস্তান হয়ে তাদের ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছে ঢাকা, যাতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইসলামাবাদ।
তেহরানে বাংলাদেশের দূতাবাস পাকিস্তানের দূতাবাসে একটি কূটনৈতিক চিঠি দিয়েছে, যাতে প্রাথমিকভাবে ৯০ বাংলাদেশির একটি তালিকা সংযুক্ত করা হয়েছে। পাকিস্তান সরকার ইতোমধ্যে ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসাইন খান বুধবার (১৮ জুন) পাকিস্তানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
তবে পাকিস্তান সরকার অনলাইন ভিসার জন্য আবেদন করতে বলেছে। কিন্তু ইরানে ইন্টারনেট সংযোগ সীমিত থাকায় সেটি কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ দূতাবাস বিষয়টি পাকিস্তানকে অবহিত করে বিকল্প ব্যবস্থার অনুরোধ জানিয়েছে।
বর্তমানে তেহরানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে প্রায় ১০০ জন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। অনেকে তেহরান থেকে দূরে সরে গেছেন নিরাপত্তার কারণে। দূতাবাসের কূটনীতিক ও কর্মরত সদস্যসহ প্রায় ৪০ জন ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, বাংলাদেশিদের স্থলপথে ইরান-পাকিস্তান সীমান্তে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে পাকিস্তানের করাচি হয়ে দুবাই হয়ে ঢাকায় ফিরিয়ে আনার চিন্তাভাবনা চলছে। পাকিস্তানকে জানানো হয়েছে, বাংলাদেশিরা দেশটিতে অল্প সময় অবস্থান করবে।
নীতিগত সম্মতির ভিত্তিতে বর্তমানে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।



