
ইসরায়েল-ইরান যুদ্ধ সপ্তম দিনে পা দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে। এর মাঝেই অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান কী? এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন?
এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি। বরং দিয়েছেন মিশ্র ইঙ্গিত। গতকাল বুধবার হোয়াইট হাউসে কর্মদিবস শুরু করার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি।
‘ইরানের পরমাণু অবকাঠামোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা?’—এমন প্রশ্নে ট্রাম্প বলেন,
‘আমি এমন কিছু করব কিনা, তা আপনারা জানেন না। আমি করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব। শুধু এটুকু বলব—ইরান বড় বিপদে আছে। তারা দরকষাকষি করতে চায়।’
পরে ওভাল অফিসে ইতালির জুভেন্টাস ফুটবল দলের সঙ্গে ছবি তোলার সময়ও ট্রাম্প জানান, ইরান প্রসঙ্গে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি।
তিনি বলেন, ‘আমি কী করব, সে চিন্তা আছে। কিন্তু এখনো চূড়ান্ত করিনি। আপনারা নিশ্চয় জানেন, আমি সিদ্ধান্ত নিই একেবারে শেষ সময়ে। কারণ যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি মুহূর্তে বদলে যায়। চরম অবস্থা থেকে আরও চরম পরিস্থিতি তৈরি হতে পারে।’
সার্বিকভাবে, ইসরায়েল-ইরান সংঘাতে ওয়াশিংটনের সরাসরি ভূমিকা থাকবে কিনা, তা এখনও অনিশ্চিত। এই অনিশ্চয়তা কবে কাটবে, সে উত্তর হয়তো ভবিষ্যতের কাছেই রাখা থাকল।