ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে পুরো অঞ্চলেই ‘নরক নেমে আসবে’
মোহনা অনলাইন
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ মানেই পুরো অঞ্চলে ‘নরক নেমে আসা’।
খতিবজাদে স্পষ্ট করে বলেন, “এটা আমেরিকার যুদ্ধ নয়। ট্রাম্প যদি নিজেকে এতে জড়ান, তাহলে ইতিহাসে তিনি এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হবেন, যিনি এমন এক যুদ্ধে অংশ নিয়েছিলেন, যা তার ছিল না।”
তার মতে, ইরান-ইসরায়েল সংঘাত আগে থেকেই জটিল। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ হবে “আগুনে ঘি ঢালার” নামান্তর। এতে শুধু যুদ্ধই নয়, গোটা অঞ্চল জুড়েই অশান্তি ও ধ্বংস নেমে আসবে।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র জড়ালে সংঘাত আরও দীর্ঘস্থায়ী ও সহিংস হয়ে উঠবে। নিরীহ মানুষের প্রাণহানি বাড়বে এবং এটি শেষ পর্যন্ত একটি বৈশ্বিক নিরাপত্তা সংকটে পরিণত হতে পারে।
এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করছেন। অন্যদিকে, ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সক্রিয় সমর্থনের জন্য চাপ বাড়িয়ে চলেছে।



