দক্ষিণ ইসরাইলে ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের জেরে একাধিক অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুক্রবার সকালে বিয়েরশেভা শহর ও পার্শ্ববর্তী এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে। সেনাবাহিনীর বরাতে জানানো হয়, ইরান থেকে ছোঁড়া একটি নতুন তরঙ্গ ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে এবং সেটি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ইসরাইলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়। বর্তমানে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ চলছে।
এদিকে, কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বিয়েরশেভা শহরের একটি ভবনে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। তবে এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ও জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে ইরান-ইসরাইল দ্বন্দ্বের আরেকটি গুরুতর পর্ব হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।



