Top Newsআন্তর্জাতিক

ফ্রান্স-জার্মানি-ব্রিটেন-ইইউ’র সঙ্গে বৈঠকে বসছে ইরান

মোহনা অনলাইন

নিজেদের পরমাণু প্রকল্প ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

বৈঠকে অংশ নেবেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেন-নোয়েল ব্যারট, জার্মানির জোহান ওয়াদেফুল, ব্রিটেনের ডেভিড ল্যামি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজা কালাস।

ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, অভিযোগ তোলে যে দেশটি পরমাণু বোমা তৈরি করছে। এ পর্যন্ত ইরানের বহু শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও প্রকল্প প্রধানসহ ৬০০ জনের বেশি নিহত হয়েছেন। জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে, যাতে ইসরায়েলে প্রায় ৫০০ জন নিহত ও আহত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ‘জ্যাকোপা’ নামের একটি চুক্তি করে ইরান। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে বের করে নেন। চুক্তির অপর স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও রাশিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button