গায়ক মাইনুল আহসান নোবেল তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা ইডেন মহিলা কলেজের ছাত্রী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
এর একদিন আগে, বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী কাবিননামাভিত্তিক বিয়ের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বাদী ও আসামির মধ্যে ভুল–বোঝাবুঝির কারণে মামলাটি দায়ের হয়েছিল এবং বর্তমানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে প্রিয়ার পরিচয় হয়। একপর্যায়ে নোবেলের বাসায় গেলে তাকে আটকে রেখে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে নোবেলের আগের স্ত্রী সালসাবিল মাহমুদ গণমাধ্যমকে জানান, তাদের মধ্যে এখনো আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়নি। তিনি বলেন, “আমি আগেই নোবেলকে তালাকনামা পাঠিয়েছিলাম, তবে সেটা মীমাংসা হওয়ায় বিচ্ছেদ কার্যকর হয়নি।” ফলে, আইনত আগের স্ত্রীকে না বিচ্ছিন্ন করেই দ্বিতীয় বিয়ে করলেন নোবেল।



