আমির খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শুক্রবার (২০ জুন) মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির বিশেষ প্রদর্শনীতে বলিউডের তিন সুপারস্টার—শাহরুখ খান, সালমান খান ও আমির খান—এক ফ্রেমে ধরা দিলে দর্শকদের উন্মাদনা আরও বেড়ে যায়।
মুম্বাইয়ের একটি সিনেমা হলে আয়োজিত এই প্রদর্শনীতে খান ত্রয়ীর পাশাপাশি উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনেইদ খান, তামান্না ভাটিয়া, আমির খানের মেয়ে ইরা খান ও তার স্বামী নূপুর শিখরেসহ আরও অনেক তারকা।
প্রদর্শনীর পর ভাইরাল হয় সালমান খানের একটি ভিডিও, যেখানে তাকে ছবিটির ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। পাশাপাশি আমির খান ও পাপারাজ্জিদের সঙ্গে মজাদার খুনসুটিতেও মাতেন তিনি। এক মজার মুহূর্তে সালমান বলেন, “এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না!”—যা নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
একজন দর্শক লিখেছেন, “আমরা এই বন্ধুত্ব ভাঙব না।” আরেকজন মন্তব্য করেছেন, “বেস্ট ফ্রেন্ডস!” তিন খানের এই অনবদ্য মিলন যেন ছবির প্রচারণায় যোগ করেছে এক ভিন্ন মাত্রা।



