
গত বছর মুক্তি পাওয়া বলিউডের ‘ক্রু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তিন জনপ্রিয় অভিনেত্রী—টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন। সিনেমাটিতে তুলে ধরা হয় বিমানবালাদের জীবনের নানান চড়াই-উতরাই, যা প্রশংসা কুড়ায় দর্শক ও সমালোচকদের কাছে।
এ ধরনের গল্প বাংলাদেশেও নির্মিত হলে একসঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তিন অভিনয়শিল্পী—সাবিলা নূর, তাসনিয়া ফারিণ ও মেহজাবীন চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবিলা ও ফারিণ জানান, যদি এমন কোনো সিনেমা হয়, যেখানে তিন নারীকেন্দ্রিক চরিত্র রয়েছে, তবে তাঁরা মেহজাবীনকে সঙ্গে নিয়ে একসঙ্গে অভিনয় করতে আগ্রহী।
তিনজনেরই অভিনয়জীবন শুরু হয়েছে টিভি নাটকের মাধ্যমে। যদিও তাঁদের শুরুটা ছিল ভিন্ন সময়ে, বড় পর্দায় অভিষেক ঘটেছে কাছাকাছি সময়ে। পর্দার বাইরে তাঁদের মধ্যে গড়ে উঠেছে গভীর বন্ধুত্ব। অবসরে একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে দেশের বাইরেও একসঙ্গে ভ্রমণে যাওয়া—সব মিলিয়ে তাঁদের বন্ধনের রসায়ন বেশ দৃঢ়। সাবিলা ও ফারিণের বিশ্বাস, বাস্তব জীবনের এই বন্ধুত্বের রেশ যদি পর্দায় আনা যায়, তবে সেটি দর্শকেরও ভালো লাগবে।