ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শান্তি না এলে ইরানের জন্য আরও বড় ট্র্যাজেডি অপেক্ষা করছে।
রোববার (২২ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, “এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো এমন এক ট্র্যাজেডি নেমে আসবে যা গত আট দিনের ঘটনাগুলোর চেয়েও ভয়াবহ হবে।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনও বহু লক্ষ্যবস্তু হাতে রেখেছে এবং প্রয়োজনে সেগুলোতে আঘাত হানা হবে— নিখুঁতভাবে, দ্রুতগতিতে ও দক্ষতার সঙ্গে। “আজ রাতে চালানো হামলাটি ছিল সবচেয়ে কঠিন ও সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী,” বলেন ট্রাম্প।
ট্রাম্প দাবি করেন, “বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এমন অভিযান চালাতে পারত না, যেমনটি আজ যুক্তরাষ্ট্র করেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর।”
এ সময় তিনি জানান, পরদিন সকাল ৮টায় পেন্টাগনে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ড্যান কেইন এক সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত তুলে ধরবেন।
ভাষণের শেষাংশে ট্রাম্প সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে সৃষ্টিকর্তাকে। আমরা তোমায় ভালোবাসি, সৃষ্টিকর্তা।”



