নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার (২২ জুন) বিকেল ৩টায় প্রতিনিধিদল ইসিতে আবেদন ফরম জমা দেবে।
দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, “ইসির দেওয়া সব শর্ত পূরণ করেই আমরা আবেদন করতে যাচ্ছি।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ দিন আজই। এনসিপি হচ্ছে শেষ মুহূর্তে আবেদন করতে যাওয়া দলগুলোর একটি।
গত ২৮ মে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের গঠিত এই দলটি। আত্মপ্রকাশের চার সপ্তাহ পেরিয়ে গেলেও তারা এতদিন ইসিতে নিবন্ধনের আবেদন করেনি। এ নিয়ে সরকারের সঙ্গে সংলাপে দলটির প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলে কয়েকটি রাজনৈতিক দল।
এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন, অফিস স্থাপন ও সদস্য ফরমসহ ইসির সব শর্ত আমরা পূরণ করেছি। আমরা আশাবাদী, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে পেরেছি।”
আবেদনের সময় ৫ থেকে ৬টি প্রতীক প্রস্তাব করা হবে জানিয়ে তিনি আরও বলেন, “আমরা কিছু প্রতীক নির্ধারণ করেছি। আবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমে তা প্রকাশ করা হবে।”



