Top Newsজাতীয়

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪২৯৫০ হাজি

মোহনা অনলাইন

পবিত্র হজ পালন শেষে শনিবার (২১ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৭ হাজার ৯৪৪ জন রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের রোববার (২২ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৭ হাজার ৮২ জন, সাউদিয়া এয়ারলাইন্সে ১৮ হাজার ৫৪৩ জন এবং ফ্লাইনাসে ৭ হাজার ৩২৫ জন হাজি দেশে ফিরেছেন। ফিরতি ফ্লাইট সংখ্যা ১০৯টি, যার মধ্যে ৪৩টি বিমান বাংলাদেশ, ৪৭টি সাউদিয়া ও ১৯টি ফ্লাইনাস পরিচালনা করেছে।

সৌদি আরবে হাজিদের জন্য স্বাস্থ্যসেবা ও তথ্যপ্রযুক্তি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশটির মেডিকেল সেন্টারগুলো এখন পর্যন্ত ৬২ হাজার ৬০৩টি অটোমেটেড প্রেসক্রিপশন দিয়েছে এবং আইটি হেল্পডেস্কগুলো ২৩ হাজার ৮৯০টি সেবা প্রদান করেছে।

এ পর্যন্ত ২৮৪ জন বাংলাদেশি সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ২২ জন এখনো চিকিৎসাধীন।

এ বছর হজে অংশ নিয়ে সৌদি আরবে ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। স্থানভিত্তিক হিসেবে ২৫ জন মারা গেছেন মক্কায়, ১১ জন মদিনায় এবং জেদ্দা ও আরাফায় ১ জন করে। চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে। হাজিদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়েছে ১০ জুন এবং চলবে ১০ জুলাই পর্যন্ত।

ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে ২০২৫ সালের হজের জন্য ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে। এ বছর মোট ৮৫ হাজার ৩০২ জন বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরব গেছেন।

হজ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে, হাজিদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে চলমান কার্যক্রম ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button