যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটির বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার (২২ জুন) ট্রাম্প তাকে ফোনে এ তথ্য জানান।
ট্রাম্প দাবি করেন, ইরানের পাহাড়ের নিচে অবস্থিত উচ্চ-সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনায় ছয়টি ‘বাঙ্কার-বাস্টার’ বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, “আমরা ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহানে খুবই সফলভাবে হামলা চালিয়েছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”
এ বিষয়ে ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থা জানায়, কোম প্রদেশের ফোরদো পারমাণবিক স্থাপনার কিছু অংশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোম প্রদেশের ক্রাইসিস ম্যানেজমেন্ট সদর দপ্তরের মুখপাত্র মোর্তেজা হায়দারি জানান, “কয়েক ঘণ্টা আগে শত্রুর লক্ষ্যবস্তু শনাক্ত করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।”
তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যে তিনটি স্থাপনায় হামলার দাবি করা হয়েছে, সেখানে এমন কোনো উপাদান ছিল না যা তেজস্ক্রিয়তা ছড়াতে পারে। ইরনার বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তা বলেন, “এই তিনটি স্থাপনা বর্তমানে তেজস্ক্রিয় নয়।”
এর আগে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্ট শেয়ার করেন, যেখানে বলা হয়, “শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।”



