
যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের বিভিন্ন স্থানে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হামলার পর তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব হামলায় ইসরায়েলে অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ইরান থেকে হামলার সতর্কতা পাওয়ার পরপরই ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। আইডিএফ এক বিবৃতিতে জানায়, হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক পদক্ষেপ চালু করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাগরিকদের সুরক্ষিত স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল বিমান হামলা চালানো হয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ জুন) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি আরও বলেন, যদি তেহরান শান্তি প্রতিষ্ঠায় সম্মত না হয়, তাহলে আরও বড় পরিসরে হামলা চালানো হবে।
ট্রাম্প বলেন, “হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত আট দিনের চেয়েও ভয়াবহ ট্র্যাজেডি অপেক্ষা করছে। মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে।”
তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, সেখানে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না।