দিন যত গড়াচ্ছে, ততই ভয়াবহ হয়ে উঠছে ইসরাইল-ইরান সংঘাত। এবার সরাসরি এই সংঘাতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার তেহরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এই ঘটনার পরপরই ইরানকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। ইরানকে কখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, এবং যুক্তরাষ্ট্র সেই হুমকি দূর করার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে।”
তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত অস্থিতিশীল। এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন অগ্রাধিকার। আমরা ইরানকে আহ্বান জানাই—আলোচনায় ফিরে আসুন এবং এই সংকটের কূটনৈতিক সমাধানে পৌঁছান।”



