জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করেছে। কর ফাঁকির অভিযোগে জারি করা এই পদক্ষেপে ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী, অভিনেতা বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, আহমেদ শরীফ ও তিশার নাম রয়েছে।
এনবিআরের কর অঞ্চল-১২ থেকে চলতি বছরের ১৫ জুন প্রকাশিত এক প্রজ্ঞাপনে মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। এনবিআরের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানিয়েছেন, “সময়মতো আয়কর পরিশোধ না করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কেউ কেউ কর পরিশোধ করেছেন, বাকিরা সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাব স্বাভাবিক হবে।”
জানা গেছে, অভিনেত্রী মৌসুমী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে দেশে থাকা অন্য তারকাদের এ বিষয়ে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। নুসরাত ফারিয়াকে একাধিকবার কল করেও তার প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।



