
তেল আবিব ও হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রায় একই সময়ে ছোড়া দুই দফার হামলায় মোট ২৭টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রথম দফায় ছোড়া হয় ২২টি এবং দ্বিতীয় দফায় ৫টি ক্ষেপণাস্ত্র।
হামলার লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার গোলান মালভূমি থেকে শুরু করে গ্যালিলি, উত্তর উপকূলীয় অঞ্চল এবং মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা।
আল জাজিরা জানায়, হামলার ফলে অন্তত ১০টি স্থানে সরাসরি ক্ষেপণাস্ত্র বা শার্পনেল আঘাতে বড় ধরনের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব ও হাইফা শহর। তবে ঠিক কোন ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
ইসরায়েলি মেডিকেল সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, অন্তত ১৬ জন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে এবং আরও আহত ব্যক্তিদের সন্ধান করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এটি প্রথমবারের মতো যখন ইরান এত দ্রুত পরপর দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে—দুই দফার ব্যবধান ছিল মাত্র আধা ঘণ্টারও কম। সাধারণত এরকম হামলার মধ্যে ঘণ্টাব্যাপী বিরতি দেখা যায়।
এই আক্রমণের ধরন ও মাত্রা ইসরায়েলকে চরমভাবে চমকে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।