
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একদিন আর থাকবেন না, কিন্তু ইরান ঠিকই টিকে থাকবে। শনিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ইরানের প্রতি সমর্থন জানিয়ে এ মন্তব্য করেন।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এই মিত্র ইসরায়েলের গোপন পারমাণবিক কার্যক্রমেরও সমালোচনা করেন। তিনি বলেন, “আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে তেলআবিবের এসব গোপন কার্যক্রম পরিত্যাগ করা উচিত।”
মেদভেদেভ প্রশ্ন তোলেন, “কেন তেলআবিবের জন্য পারমাণবিক কার্যক্রম গ্রহণযোগ্য, অথচ তেহরানের জন্য নয়? নেতানিয়াহু একদিন বিদায় নেবেন, কিন্তু ইরান থাকবে।”