আগামী ২০২৫–২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
জুলাইয়ের অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ২ জুন সোমবার বাজেটটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়।
প্রস্তাবিত বাজেট নিয়ে ১৯ জুন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জনমত গ্রহণ করা হয়। সেই মতামত ও সুপারিশের আলোকে কিছু সংযোজন-বিয়োজন করে চূড়ান্ত খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়।
এই চূড়ান্ত বাজেট আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয় এবং অনুমোদনের জন্য গৃহীত হয়। অনুমোদনের পর এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বরাদ্দ ও শুল্ক–কর সংক্রান্ত দুটি পৃথক অধ্যাদেশ আজই জারির কথা রয়েছে।
পূর্বে নির্বাচিত সরকারের সময় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হতো এবং দীর্ঘ আলোচনার পর তা পাস করা হতো। কিন্তু বর্তমানে সংসদ না থাকায় এবার সংসদীয় বিতর্ক ছাড়াই বাজেট অনুমোদন দেওয়া হলো। তবে প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ নাগরিকদের মতামত নেওয়ার প্রক্রিয়া বজায় রাখা হয়েছে।



