ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে ফেরার আগ্রহ প্রকাশ করা ৯২ জনের একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব বাংলাদেশি স্থলপথে ইরান সীমান্ত হয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচি বা আশেপাশের কোনো বিমানবন্দর হয়ে দুবাই ঘুরে ঢাকায় ফেরানো হবে। প্রথম দফায় ২৫ জনকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের শেষভাগে—সম্ভবত ২৫ বা ২৬ জুন—তাদের ইসলামাবাদে প্রবেশ করানো হবে। পাকিস্তানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে তাদের দেশটি ত্যাগ করতে হবে। সে অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতে তারা বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, প্রথম ধাপে অসুস্থ, নারী, শিশু এবং চিকিৎসার উদ্দেশ্যে ইরানে অবস্থানকারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তেহরানে বাংলাদেশ দূতাবাস আগ্রহীদের জড়ো করে সময় ও যাত্রাপথ নির্ধারণ করবে।
সরকার দ্রুততম সময়ে সব বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরানোর চেষ্টা করছে বলে জানানো হয়েছে।



