
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
২২ জুন রাতে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাকৃতিক পরিবেশের ক্ষতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকতে হবে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, টাঙ্গুয়ার হাওর পরিবেশগতভাবে সংকটাপন্ন। গত দুই দশকে এখানকার ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে। তিনি পর্যটন নিয়ন্ত্রণ ও সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে টেকসই পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।