Top Newsআন্তর্জাতিক
ইরানে হামলার পর নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ট্রাম্প
মোহনা অনলাইন

ইরানে সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন। স্থানীয় সময় সোমবার (২৩ জুন) বিকেলে হোয়াইট হাউসের ওভাল অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আলজাজিরা।
এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো হামলার ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন—ইরান যদি তার নীতি ও অবস্থান পরিবর্তন না করে, তবে দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের হুমকির মুখে পড়বে।