হরমুজ প্রণালি বন্ধের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার ফক্স নিউজ–কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীন সরকারের প্রতি আহ্বান জানান, তারা যেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করে।
রুবিও বলেন, “যারা হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের ওপর নির্ভরশীল— তাদের মধ্যে চীন অন্যতম। তাই তাদের উচিত ইরানকে এই বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া।”
এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দেন ইরানের শীর্ষ কয়েকজন কর্মকর্তা। উল্লেখযোগ্য যে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয় বৈশ্বিক বাজারে।
মার্কো রুবিও হুঁশিয়ার করে বলেন, “হরমুজ প্রণালি বন্ধ করা ইরানের জন্য হবে আরেকটি ভয়ানক ভুল। এর ফলে কেবল মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিতে পারে। এ ধরনের পদক্ষেপ অর্থনৈতিকভাবে ইরানের জন্য আত্মঘাতী হতে পারে।”
বিশ্লেষকরা বলছেন, উত্তেজনার এই মুহূর্তে চীনের কূটনৈতিক হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



