Top Newsজাতীয়

মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহনা অনলাইন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস (গণপিটুনি) কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদার ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “এ ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না।”

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তসাপেক্ষে যেসব ব্যক্তি জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যও জড়িত থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “যদি কেউ কোনো অপরাধ করে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কোনো অবস্থাতেই কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না।”

কৃষিজমি সুরক্ষা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “কৃষিজমি রক্ষায় একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষিজমি দখল কিংবা অপব্যবহার রোধ করা যায়। অনেক দেশি ফল আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। সবাইকে সচেতন হয়ে দেশি ফলের গাছ বেশি করে রোপণ করতে হবে।”

পরিদর্শনকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান এবং মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টায় মৌচাক হর্টিকালচার সেন্টারে পৌঁছান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন এবং জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button