ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার পর বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রোববার এক বিবৃতিতে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে ভ্রমণ বিঘ্নিত হচ্ছে, এবং আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ বা সহিংসতার আশঙ্কা রয়েছে।
ভ্রমণের পূর্বে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ তথ্য ও নিরাপত্তা নির্দেশনা পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



