
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও উঠে এসেছেন আলোচনার শীর্ষে। তবে এবার কোনো সিনেমার কারণে নয়—মাত্র ২৪ সেকেন্ডের একটি রিলস ভিডিওতেই ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
সোনালি রঙের ঝলমলে পোশাক, খোলা কার্লি চুল, গভীর চাহনি আর হাতে ধরা গোলাপ—সব মিলিয়ে এক রোমান্টিক আবহ তৈরি করেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়, আর নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্যের ঘর—তার রূপ, স্টাইল আর এক্সপ্রেশনে মুগ্ধ সবাই।
প্রসঙ্গত, আরজে হিসেবে ক্যারিয়ার শুরু করা ফারিয়া আজ প্রতিষ্ঠিত চিত্রনায়িকা ও উপস্থাপক। ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় তার অভিষেক।