Top Newsআন্তর্জাতিক

ইরানের ৬ বিমানবন্দরে হামলার দাবি ইসরাইলের

মোহনা অনলাইন

ইরানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, সোমবার দেশটির পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানায়, দূরনিয়ন্ত্রিত ড্রোন হামলায় অন্তত ১৫টি ইরানি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এতে তেহরানের মেহরাবাদ, মাশহাদ ও দেজফুল বিমানবন্দরসহ একাধিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়।

পোস্টে আরও বলা হয়, “এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কার, একটি জ্বালানিভর্তি বিমান এবং ইরানি বাহিনীর এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ ধরনের বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার উদ্দেশ্য ছিল এসব বিমানবন্দর থেকে ইরানের সামরিক বিমান চলাচল ও পরিচালনা ব্যাহত করা।”

এর আগে, গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। পাল্টা জবাবে ইরানও তেলআবিবে হামলা চালায়। এরপর থেকেই দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, যাতে উভয় পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে।

শনিবার পরিস্থিতি আরও ঘোলাটে হয়, যখন যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এ হামলার সফলতা দাবি করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button