Top Newsসংবাদ সারাদেশ

চট্টগ্রামে করোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ৪

মোহনা অনলাইন

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে জেলার মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃতরা হলেন—নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকার বাসিন্দা কাজী আব্দুল আউয়াল (৮০) এবং চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫)। তারা দুজনই এ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের সাতটি ল্যাবে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৪ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের রিপোর্ট পজিটিভ আসে।

এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। আক্রান্তদের মধ্যে শহরের বাসিন্দার সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button