
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা নতুন কিছু নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তিনি এ বিষয়ে নিয়মিত মন্তব্য করে আসছেন।
সম্প্রতি হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, “আমার মনে হয়, আমি কখনোই নোবেল পাব না, কারণ এটা কেবল উদারপন্থীদেরই দেওয়া হয়।” তিনি দাবি করেন, কঙ্গো ও রুয়ান্ডার সংঘাত সমাধান, সার্বিয়া-কসোভো সংকট নিরসন এবং ভারত-পাকিস্তানের মধ্যে বড় যুদ্ধ থামানো—এসব কৃতিত্বের জন্য অন্তত ৪-৫ বার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল তার।
ট্রাম্পের এসব মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ভারতীয় চলচ্চিত্র পরিচালক হনসল মেহতা এ নিয়ে ব্যঙ্গ করে বলেন, “যদি নোবেল পুরস্কার দিলে উনি চুপ থাকেন, তবে সেটি অবশ্যই তাকে দেওয়া হোক। অনর্গল কথা বলা একজন মানুষকে থামাতে এটি খুবই ছোট বিনিয়োগ হবে।”