Top Newsজাতীয়

বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ, চালু হবে আগস্টে

মোহনা অনলাইন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। খনি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উত্তোলন ফেইজের মজুত শেষ হওয়ায় সোমবার (২৩ জুন) দুপুর থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

মাইন অপারেশন বিভাগের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক খান মো. জাফর সাদিক জানান, ১৩০৫ নম্বর ফেইজের কয়লা ফুরিয়ে গেছে। এখন নতুন ১৪০৬ নম্বর ফেইজে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের প্রথম সপ্তাহে উত্তোলন পুনরায় শুরু হবে।

চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে ১৩০৫ নম্বর ফেইজ থেকে প্রায় ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। নতুন ফেইজ থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে কয়লা উত্তোলন বন্ধ থাকলেও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, “কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুত আছে, যা দিয়ে বিদ্যুৎকেন্দ্র সচল রাখা সম্ভব।” বর্তমানে তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ২ নম্বর ইউনিটটি আপাতত বন্ধ রয়েছে।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার বলেন, “নতুন ফেইজ প্রস্তুতের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের শুরুতেই উত্তোলন আবার শুরু করা যাবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button