ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে জানিয়েছেন, দখলদার ইসরায়েল যদি তাদের ‘অবৈধ হামলা’ বন্ধ করে, তাহলে ইরানের পক্ষ থেকেও আর হামলা চালানোর কোনো ইচ্ছা থাকবে না।
আরাঘচি ইরানি সময় অনুযায়ী মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টা পর্যন্ত ইসরায়েলকে সময় বেঁধে দেন হামলা বন্ধ করার জন্য। তবে ওই সময়সীমা ইতোমধ্যে অতিক্রান্ত।
তিনি লেখেন, “ইরান যেমন বারবার স্পষ্ট করেছে—ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান নয়। এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি, এমনকি হামলা বন্ধেরও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যদি বেঁধে দেওয়া সময়সীমার (ভোর ৪টা) মধ্যে ইরানের জনগণের ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয়, তাহলে তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো আগ্রহ থাকবে না। আমাদের সামরিক পদক্ষেপ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।”



