বিনোদন

নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’

মোহনা অনলাইন

বাংলা সংস্কৃতি ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। প্রিয়জন ফিল্মস এবং লেমন ষ্টুডিও যৌথভাবে আয়োজন করবে এই বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সার্বিক সহযোগিতায় থাকবে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)।

শর্টফিল্ম, ডকুমেন্টারি ফিল্ম এবং পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র এই তিনটি ক্যাটাগরিতে নির্মিত সব বাংলা চলচ্চিত্র এখানে প্রদর্শিত হবে। সর্বক্ষেত্রে সেরাদের পুরস্কার প্রদান করা হবে। এ ব্যাপারে নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি প্লাটফর্ম তৈরি করতে। শুধু নাচ-গান আর ভিসাপ্রপ্তদের গণহারে ক্রেস্ট তুলে দিতে চাই না। আমরা ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে চাই। আমাদের রয়েছে অভিজ্ঞ জুড়িবোর্ড।

সদস্য সচিব লিটু আনাম বলেন, আমাদের এই আয়োজনের সঙ্গে আছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন। তারা আমাদের নিশ্চিত করেছেন যে, সেরাদের ওপর বিনিয়োগ করবেন তারা। তাই নাচ-গানে ভরপুর নয়, বরং ফিল্ম ফেস্টিভ্যালের প্রকৃত তাৎপর্য নিয়ে আমরা কাজ করতে চাই।

তিনি বাংলাদেশের সব নির্মাতা এবং প্রযোজককে অনুরোধ জানান, তারা যেন ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে তাদের নির্মিত সেরা কাজটি নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে জমা দেন। mov কিংবা mp4 ফরমেটে সব দৈর্ঘ্যের চলচ্চিত্র জমা দেয়া যাবে। কাজগুলো জমা দেয়া যাবে এই ই-মেইলে nybanglaff@gmail.com কিংবা ড্রাইভ লিংক হোয়াটসআপেও দেয়া যাবে। হোয়াটসআপ করতে হবে এই নম্বরে: +1 (347) 545-7039 অথবা +1 (646) 248- 4759 এই নম্বরে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button