টানা প্রায় দুই সপ্তাহের সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় দেশের সংবাদমাধ্যম যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করলেও এর নির্দিষ্ট সময় ও শর্ত নিয়ে এখনও বিভ্রান্তি বিরাজ করছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইসরায়েল একটি “সম্পূর্ণ ও সর্বাত্মক” যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি জানান, ঘোষণার ছয় ঘণ্টা পর— অর্থাৎ ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ১২টা নাগাদ— যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।
যুদ্ধবিরতির বিষয়ে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েল অধিকৃত অঞ্চলে ইরানের চার দফা হামলার পর এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে সংক্ষেপে জানায়, যুদ্ধবিরতি এখন “বাস্তবায়নের পর্যায়ে” রয়েছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট-ও যুদ্ধবিরতির কার্যকারিতা শুরু হয়েছে বলে প্রতিবেদন দিয়েছে। তবে ইরানি রাষ্ট্রীয় মিডিয়া আরও একধাপ এগিয়ে দাবি করেছে, এই যুদ্ধবিরতি “শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে”, যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি।
উল্লেখযোগ্যভাবে, ইসরায়েলি সরকার এখনও পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি, যার ফলে পুরো বিষয়টি ঘিরে ধোঁয়াশা ও অনিশ্চয়তা রয়ে গেছে।



