
ইরান থেকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় তেহরানে ইরানি সরকারঘনিষ্ঠ লক্ষ্যবস্তুতে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) দাবি, তারা ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। নাগরিকদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে।
তবে ক্ষেপণাস্ত্র হামলার বিস্তারিত এখনও পরিষ্কার নয়। ইরানও আনুষ্ঠানিকভাবে এ ধরনের হামলার বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতিতে সম্মতির পরই এসব হামলা হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পূর্বে জানিয়েছিলেন, “ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও প্রতিক্রিয়া বন্ধ রাখবে।” অর্থাৎ, তেহরান শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছিল।
আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘটনাগুলো ঘটল, যা যুদ্ধবিরতির বাস্তবায়ন নিয়ে নতুন করে সংশয় সৃষ্টি করেছে।