Top Newsজাতীয়

২৪-এর গণঅভ্যুত্থানের এক বছর: জুলাই স্মৃতি উদযাপন মাসের কর্মসূচি ঘোষণা

মোহনা অনলাইন

গণঅভ্যুত্থান ২০২৪-এর এক বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা’ আয়োজনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (২৪ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানায়।

৩৬ দিনব্যাপী এ উদযাপনমালায় থাকছে নানা কর্মসূচি। প্রধান কর্মসূচিসমূহ হলো—

১ জুলাই: মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা। অনলাইন ও অফলাইনে ‘জুলাই ক্যালেন্ডার’ বিতরণ। জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে দেশব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ শুরু (চলবে ১ আগস্ট পর্যন্ত)। দুলায় শহীদদের স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি চালু।

৫ জুলাই: বিভিন্ন সময়ের আওয়ামী জুলুমের প্রতিবাদে দেশজুড়ে পোস্টারিং কর্মসূচি।

৭ জুলাই: ‘julyforever.org’ নামে স্মৃতি-নির্ভর ওয়েবসাইট চালু।

১৫ জুলাই: ‘আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া’ শিরোনামে ভিডিও প্রকাশ। স্মৃতিচারণ, ডকুমেন্টারি ও সংগীত পরিবেশনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলইডি ওয়াল ইনস্টলেশন, প্রজেকশন ম্যাপিং এবং বিভিন্ন ক্যাম্পাসে তথ্যচিত্র প্রদর্শনী।

১৯ জুলাই: ‘কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা’ শিরোনামে ভিডিও প্রকাশ। নরসিংদী, সাভার, ঢাকা সহ গুরুত্বপূর্ণ স্থানে তথ্যচিত্র প্রদর্শন। ‘গণহত্যা ও প্রতিরোধ দিবস’ পালন।

২৪ জুলাই: শিশু শহীদদের স্মরণে ‘কি করেছে তোমার বাবা’ শিরোনামে ভিডিও প্রকাশ। দেশজুড়ে স্কুল-কলেজে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্গন’ প্রতিযোগিতা। নারায়ণগঞ্জে শিশু শহীদ রিয়া গোপ স্মরণে বিশেষ অনুষ্ঠান। শিশু একাডেমিতে শিশু শহীদদের স্মরণে একটি আইকনিক ভাস্কর্য স্থাপন। শিশুদের জন্য জুলাই আন্দোলনভিত্তিক একটি গ্রাফিক নভেল প্রকাশ।

৩০ জুলাই: ‘চল চল চল’ শিরোনামে ভিডিও প্রকাশ ও অনলাইন স্মরণ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অবদান রাখা সাংবাদিকদের সম্মানে অনুষ্ঠান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button