হামলায় ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি, মার্কিন গোয়েন্দাদের তথ্য
মোহনা অনলাইন
যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের তিনটি প্রধান পারমাণবিক কেন্দ্রে হামলা চালালেও কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। সিএনএনের এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদানগুলো অক্ষত রয়েছে এবং কার্যক্রম মাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
প্রাথমিক মূল্যায়ন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (DIA) এবং ইউএস সেন্ট্রাল কমান্ড। সিএনএনকে চারটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মূল্যায়ন অনুযায়ী, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ এবং অধিকাংশ সেন্ট্রিফিউজ এখনও অক্ষত। অর্থাৎ, পারমাণবিক অবকাঠামো ধ্বংসে যুক্তরাষ্ট্র সফল হয়নি—শুধু কার্যক্রম কিছুটা বিলম্বিত করা গেছে।
হামলায় সবচেয়ে কৌশলগত পদক্ষেপ ছিল ফোর্দো পারমাণবিক কেন্দ্রে বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা নিক্ষেপ।
হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লিভিট এই গোয়েন্দা মূল্যায়নকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করে জানান, “এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপমান করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।” তবে এর আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করে, তারা “অসাধারণ সাফল্য” পেয়েছে।
বাস্তব মূল্যায়নে দেখা যাচ্ছে, মাটির নিচে থাকা সুরক্ষিত স্থাপনার কারণে ট্রাম্প প্রশাসনের দাবির সঙ্গে গোয়েন্দা তথ্যের পার্থক্য রয়েছে।
উল্লেখ্য, নাতাঞ্জ, ফোর্দো ও ইস্পাহান—এই তিনটি কেন্দ্র ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান ভিত্তি, যেগুলোর ওপর অতীতেও ইসরায়েল হামলা চালিয়েছিল।
প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশের পরপরই যুক্তরাষ্ট্র এসব কেন্দ্রে হামলা চালায়। পরে রোববার (২২ জুন) সকালে ট্রুথ সোশ্যালে দেওয়া ঘোষণায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা সফলভাবে হামলা চালিয়েছি। সবগুলো লক্ষ্যবস্তুতে পূর্ণ বোমা বর্ষণ করা হয়েছে এবং সব বিমান নিরাপদে ফিরে এসেছে।”



