বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় জানতে পেরেছেন, তিনি বাবা হতে যাচ্ছেন। মঙ্গলবার (২৪ জুন) কড়া নিরাপত্তায় আদালতে হাজির হন তিনি। হাজিরার সময় সদ্য বিবাহিত স্ত্রী ইসরাত জাহান প্রিয়াও উপস্থিত ছিলেন, যিনি এই মামলার বাদী।
আদালতে দুজনকে হাস্যোজ্জ্বল ও খোশমেজাজে কথা বলতে দেখা যায়। তাদের আইনজীবীরা জানান, ১৯ জুন কারাগারে অনুষ্ঠিত বিয়ের পর নবদম্পতির জীবনে শিগগিরই নতুন অতিথি আসছে। অর্থাৎ, বাবা-মা হতে চলেছেন নোবেল ও প্রিয়া। এ উপলক্ষে প্রিয়া সবার কাছে দোয়া চেয়েছেন।
নারী নির্যাতন ও পর্নোগ্রাফির অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পান নোবেল। জামিনের আদেশের পরও তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় নোবেল প্রিয়ার হাত ধরে courtroom ত্যাগ করেন এবং লিফটে ওঠার সময়ও তার সঙ্গে ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন নোবেল। মামলার শুনানিতে গত ১৮ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার শর্তসাপেক্ষে নোবেলকে জামিন দেন, যেখানে বাদীকে বিয়ে করার নির্দেশ ছিল।
বিচারকের নির্দেশ মেনে পরদিন, ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নোবেল ও প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় উভয় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।
জামিনের বিষয়ে প্রিয়া আপত্তি না থাকলেও নোবেল এখনো গণমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।



