ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক সিনেমার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মহেন্দ্র সিং ধোনি ও মোহাম্মদ আজহারউদ্দিনের পর এবার রূপালী পর্দায় আসছে ‘দাদার’ গল্প।
এই বায়োপিকে সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা রাজকুমার রাও। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “দাদা (সৌরভ গাঙ্গুলি) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আমিও অফিসিয়ালি জানাচ্ছি— হ্যাঁ, তাঁর বায়োপিকে আমি মুখ্য চরিত্রে অভিনয় করছি।”
এই চরিত্রে অভিনয় করতে পেরে রাজকুমার রাও গর্বিত হলেও স্বীকার করেছেন যে তিনি কিছুটা নার্ভাস। “এটি বিশাল এক দায়িত্ব। তবে নিশ্চিতভাবেই এটি একটি দারুণ অভিজ্ঞতা হতে চলেছে,” বলেন তিনি।
বিশেষ করে সৌরভ গাঙ্গুলির বাংলা উচ্চারণ রপ্ত করার বিষয়েও রাজকুমার রাও আত্মবিশ্বাসী। তিনি জানান, বহু বছর ধরে এ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন এবং তার বাঙালি স্ত্রী পত্রলেখা তাকে ব্যাপকভাবে সাহায্য করছেন।
উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি আগেই জানিয়েছিলেন, তিনি নিজে রাজকুমার রাওকেই তার চরিত্রের জন্য পছন্দ করেছেন, যদিও তারিখ সংক্রান্ত কিছু জটিলতা ছিল।
ছবিটিতে সৌরভ গাঙ্গুলির ব্যক্তিগত জীবন, ক্রিকেট ক্যারিয়ার এবং ভারতীয় ক্রিকেটে তার যুগান্তকারী অবদানের নানা দিক তুলে ধরা হবে। সিনেমাটি মুক্তি পেতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ দিক শিগগিরই প্রকাশ করা হবে।



