যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “যেভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করেছে, তেমনি বেঞ্জামিন নেতানিয়াহুকেও রক্ষা করবে।”
বৃহস্পতিবার (২৬ জুন) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। সংবাদটি প্রকাশ করে টিআরটি ওয়ার্ল্ড।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশটির আদালতে বিচার চলছে। ট্রাম্প সেই বিচার নিয়েই বলেন, “নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত কিংবা তাঁকে ক্ষমা করা উচিত। তিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নেতানিয়াহুর আগামী সোমবার আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করতেই এমন মন্তব্য করেছেন ট্রাম্প—বিশেষ করে এমন সময়, যখন নেতানিয়াহুর সরকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে তীব্র সমালোচনার মুখে রয়েছে।
তবে ট্রাম্পের এই হস্তক্ষেপ ইসরায়েলের বিচার প্রক্রিয়ায় বিদেশি প্রভাব বিস্তারের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।



