পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নৌবাহিনীর কর্মচারী গ্রেপ্তার
মোহনা অনলাইন
ভারতীয় নৌবাহিনীর সদর দপ্তরে কর্মরত কেরানি বিশাল যাদবকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশ। অভিযোগ রয়েছে, তিনি ‘অপারেশন সিঁদুর’-সহ একাধিক সামরিক অভিযানের গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-কে পাচার করেছেন।
রাজস্থানের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কয়েক মাস ধরে তার ওপর নজরদারি চালায় এবং সম্প্রতি দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের শীর্ষ কর্মকর্তা বিষ্ণুকান্ত গুপ্ত এনডিটিভিকে জানান, যাদব নিয়মিতভাবে ‘প্রিয়া শর্মা’ নামে এক নারীর সঙ্গে যোগাযোগ করতেন, যিনি সম্ভবত আইএসআই-এর একজন অপারেটিভ।
তদন্তে উঠে এসেছে, যাদব মোবাইলের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর ঘাঁটি, অভিযান ও প্রতিরক্ষা ইউনিট সংক্রান্ত গোপন তথ্য পাচার করতেন। এসব তথ্যের বিনিময়ে তিনি আর্থিক লেনদেন করতেন, যার প্রমাণ ফরেনসিক বিশ্লেষণে পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, যাদব অনলাইন গেমিংয়ে আসক্ত ছিলেন এবং আর্থিক ক্ষতির মুখে পড়ে। সেই দুর্বলতার সুযোগ নিয়েই পাকিস্তানি গোয়েন্দারা তাকে নিয়ন্ত্রণে নেয়। তিনি ক্রিপ্টোকারেন্সি ও ব্যাংক অ্যাকাউন্ট মারফত অর্থ গ্রহণ করতেন।
বর্তমানে যাদবকে জয়পুরের কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে জেরা করা হচ্ছে। তার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে একাধিক গোয়েন্দা সংস্থা।
এর আগে, একই ধরনের অভিযোগে রাজস্থানের জয়সলমীরে সরকারি কর্মচারী শাকুর খান এবং হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে। মালহোত্রা ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তান হাই কমিশনের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।



