রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত স্কুলছাত্রী কাজল খাতুন (১৫) মারা গেছেন। বুধবার (২৫ জুন) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাজল মান্নান হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি ডেমরার কোনাপাড়ার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে।
নিহতের মামা সুমন জানান, কাজলের পরিবার ডেমরার আনোয়ার হোসেনের ছয়তলা ভবনে ভাড়া থাকত। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে কাজল ভবনের ছাদে ওঠে। একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।



