Top Newsজাতীয়

জাতিসংঘের পানি কনভেনশনে যুক্ত হলো বাংলাদেশ

মোহনা অনলাইন

বাংলাদেশ, একটি নদীবেষ্ঠিত ব-দ্বীপ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে, আন্তঃসীমান্ত জলপথ এবং আন্তর্জাতিক হ্রদ সুরক্ষা ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতিসংঘের পানি কনভেনশনে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে। এশিয়ার প্রথম এবং সামগ্রিকভাবে ৫৬তম দেশ হিসেবে বাংলাদেশ কনভেনশনটির সদস্য হলো।

১৯৯২ সালের ১৭ মার্চ গৃহীত এই কনভেনশনটি আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা ও পরিবেশগতভাবে টেকসই ব্যবহারের লক্ষ্যে গঠিত হয়। এটি শুরুতে একটি আঞ্চলিক চুক্তি হলেও ২০১৬ সাল থেকে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের জন্য উন্মুক্ত করা হয়। এরপর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা ও এশিয়ার অন্তত ১৫টি দেশ এতে যোগ দিয়েছে।

বাংলাদেশ ২০১২ সাল থেকেই কনভেনশনের কার্যক্রমে অংশ নিচ্ছে এবং ২০২৪ সালের অক্টোবরে স্লোভেনিয়ায় আয়োজিত কনভেনশনের পক্ষগুলোর ১০ম সভায় উপস্থিত ছিল। এবার আনুষ্ঠানিকভাবে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান দেশের পানি ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, ৫৭টি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যার মধ্যে গঙ্গা (পদ্মা)-ব্রহ্মপুত্র-মেঘনা নদী অববাহিকা অন্যতম। এই জটিল নদীব্যবস্থার টেকসই ব্যবস্থাপনায় আন্তঃদেশীয় সহযোগিতা অপরিহার্য।

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে খরা, বন্যা ও অপ্রত্যাশিত পানিপ্রবাহের প্রকোপ বেড়েছে। দেশের প্রায় ৬০% জনগণ উচ্চ বন্যার ঝুঁকিতে রয়েছে, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ (নেদারল্যান্ডসের পর)। চরম বন্যার সময় দেশের ৫৫-৬০% এলাকা পানিতে ডুবে যায়। তদুপরি, প্রায় ৬ কোটি ৫০ লক্ষ মানুষ এখনও নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে।

জাতিসংঘের পানি কনভেনশনে বাংলাদেশের যোগদান জলসম্পদ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক আইনি, প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা পাওয়ার পথ সুগম করবে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টেকসই, ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সহযোগিতা জোরদার করবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button