Top Newsআন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ট্রাম্পের আহ্বান

মোহনা অনলাইন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকে ‘ষড়যন্ত্রমূলক তাণ্ডব’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “আমি মনে করি, এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত।”

বুধবার (২৫ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ এক পোস্টে নেতানিয়াহুকে ‘বিবি’ বলে সম্বোধন করে ট্রাম্প লেখেন, “আমি এখন শুনলাম, বিবিকে সোমবার আবার আদালতে হাজির হতে বলা হয়েছে। এ বিচার বন্ধ হওয়া উচিত।”

ট্রাম্প আরও লিখেছেন, “বিবি ও আমি একসঙ্গে নরক পাড়ি দিয়েছি। আমরা ইরানের মতো শক্তিশালী শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি। সে সময় বিবি ছিলেন দারুণ, বুদ্ধিমান ও দৃঢ়চেতা। তার পবিত্র ভূমির প্রতি ভালোবাসা ছিল অসীম।”

নিজের একাধিক মামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, সেগুলোও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার ভাষায়, “আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছিল, আর এখন আমেরিকাই বিবি নেতানিয়াহুকে বাঁচাবে।”

প্রসঙ্গত, ২০১৯ সালে দুর্নীতি, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত হন নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী এই নেতা এক ধনকুবের হলিউড প্রযোজকের কাছ থেকে মূল্যবান উপহার—সিগার ও মদ গ্রহণের অভিযোগে অভিযুক্ত হন। এসবের বিনিময়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া, বিভিন্ন সংবাদমাধ্যম মালিকদের বিশেষ সুবিধা দিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টার অভিযোগও রয়েছে। তবে নেতানিয়াহু এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন। তার দাবি, বিরোধী দল ও বিচারব্যবস্থার একটি পক্ষ তাকে ক্ষমতা থেকে সরাতে ষড়যন্ত্র করছে।

২০২০ সালের মে মাসে মামলার শুনানি শুরু হলেও গাজা ও লেবাননে যুদ্ধসহ বিভিন্ন কারণে তা বারবার স্থগিত হয়েছে। পরবর্তী শুনানির দিন এখনও নির্ধারণ হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button